নাটোরের বড়াইগ্রামে খাল খনন কাজের উদ্বোধন

খাল খনন কাজের উদ্বোধন

মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মির্জা মাহমুদ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁছুটিয়া পুলিশ বক্স নামক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিএডিসি'র কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
পরে কাঁছুটিয়া ঈদগাহ মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি'র নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়াউল হক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,খালটির পুনঃ খনন কাজ সম্পূর্ণ হলে কামারদহ,কুমরুল, রামাগাড়ি ও কাটাশকোল গ্রামের ২২টি বিলের প্রায় ৩০০-৫০০হেক্টর জমির পানি নিষ্কাশন হবে।

Virus-free. www.avast.com

Comments